নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ফাহিমও (১৭) মারা গেছে।
শনিবার (২০ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়েছে।
উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো. জামাল উদ্দিন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।
তিনি বলেন, ফাহিমকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নোয়াখালী ইউনাইটেড হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।
ওই দুর্ঘটনায় ইব্রাহিম অপু (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী ঘটনাস্থলেই মারা যায়। তাকে শনিবার বেলা ১১টায় চরকাঁকড়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
নিহত অপু চরকাঁকড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের একাডেমি বাজার সংলগ্ন খালেক মুন্সি বাড়ির ফ্রান্স প্রবাসী বেলাল হোসেনের ছেলে। আর ফাহিম চরকাঁকড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আবদুল আজিজ ঘাটমাঝি বাড়ির ওমর ফারুকের ছেলে। তারা দুইজন বন্ধু ছিল।
এর আগে শুক্রবার (১৯ নভেম্বর) উপজেলার মুছাপুর ক্লোজারে ঘুরতে গিয়ে ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রামপুর ইউনিয়নের বাংলাবাজার-বসুরহাট সড়কের থানারহাট নামক স্থানে নসিমনের সঙ্গে সংঘর্ষে ওই দুর্ঘটনা ঘটে।
ইকবাল হোসেন মজনু/এমআরআর