দেশজুড়ে

নরসিংদীতে বিএনপির যুগ্ম মহাসচিব খোকন অবরুদ্ধ, কয়েকজন আটক

নরসিংদী জেলা বিএনপি কার্যালয় অবরোধ করে রেখেছে পুলিশ। অবরুদ্ধ নেতাকর্মীদের মধ্যে বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনও রয়েছেন। বেশ কয়েকজন নেতাকর্মীকে আটকেরও খবর পাওয়া গেছে।

সোমবার (২২ নভেম্বর) রাত সোয়া ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা অবরুদ্ধ ছিলেন। এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে সমাবেশ করে নরসিংদী জেলা বিএনপি।

বিকেল সাড়ে ৪টায় সমাবেশ শুরু হয়। সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকশ নেতাকর্মী অংশ নেন। সমাবেশ চলাকালে সন্ধ্যা ৬টার দিকে বিএনপি কার্যালয় ঘিরে রাখেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বেশ কয়েকজন নেতাকর্মীকে আটকের খবর পাওয়া গেছে। এসময় অবরুদ্ধ হয়ে পড়েন বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনসহ অন্য নেতাকর্মীরা।

জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, বিএনপির নেতাকর্মীরা নিজেরাই অবরুদ্ধ হয়ে রয়েছেন। পুলিশ তাদের কিছুই করেনি। এখন তারা অবরুদ্ধ হয়ে থাকলে পুলিশ কী করবে? তিনি বলেন, লোক সমাগম হওয়ায় উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বিএনপি কার্যালয় এলাকায় অবস্থান করছে।

খায়রুল কবির খোকন বলেন, সমাবেশ থেকে বের হওয়ার পর তাদের ১৫-২০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। যারাই বের হতে চাইছে তাদের ধাওয়া দিচ্ছে এবং আটক করছে।

সঞ্জিত সাহা/এসআর/জিকেএস