দেশজুড়ে

এইচএসসি পরীক্ষার্থীকে অ্যাসিড নিক্ষেপ, গ্রেফতার মুহিন

নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া বাজারে রাজশাহী সিটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী সানজিদা আক্তার বিনার (১৯) মুখে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় করা মামলায় মুহিন (১৯) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২২ নভেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয় বলে জানান নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা।

তিনি বলেন, সোমবার সকালে বিনার বাবা নুরুল ইসলাম বাদী হয়ে মুহিনসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেছেন। পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে রাতেই মুহিনকে গ্রেফতার করেছে।

পুলিশের কাছে দেওয়া বিনার বিবৃতি ও প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য বাড়ি থেকে প্রস্ততি নিচ্ছিলেন পরীক্ষার্থী বিনা। তাকে প্রায়ই বিরক্ত করে আসছিল স্থানীয় বখাটে মুহিন ও তার সহযোগীরা। রোববার বিকেলে তিনি বাড়ির অদূরে প্রাইভেট পড়ে ফিরছিলেন। এসময় বখাটে মুহিন তার দুই সহযোগীসহ মোটরসাইকেল দিয়ে তার পথরোধ করেন। তিনি দাঁড়ানোমাত্র বোতলে থাকা অ্যাসিড দিয়ে তার মুখ ঝলসে দেন মুহিন। যন্ত্রণায় বিনা চিৎকার শুরু করলে তিনজন দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

বিনার মা পারুল বেগম বলেন, চিকিৎসক জানিয়েছেন বিনার মুখের পুরো অংশই পুড়ে গেছে। বিনা দুই চোখেই কিছু দেখতে পাচ্ছে না। মেয়ের চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। কিন্তু সে সামর্থ্য আমাদের নেই। এ ঘটনায় জড়িতদের বিচার চাই।

বিনার বাবা নুরুল ইসলাম জানান, এমন ঘটনা তার মেয়ের সঙ্গে ঘটতে পারে তা তিনি কল্পনাই করতে পারেননি। এবার এইচএসসি পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল বিনা। মেয়েকে ডাক্তার বানানোর স্বপ্ন দেখতেন। তিনি এ ঘটনায় জড়িতদের উপযুক্ত বিচার দাবি করেন।

এদিকে অ্যাসিড নিক্ষেপকারীদের বিচারের দাবিতে নাটোরে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। সোমাবার দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট দিলরুবা নুরী, জেলা মহিলা ফোরামের সভাপতি আলেয়া বেগম ও জেলা বাসদ সমন্বয়ক দেবাশীষ রায়।

এসময় বক্তারা বলেন, রাজনৈতিক পৃষ্ঠপোষকতার কারণে অ্যাসিড নিক্ষেপ, ধর্ষণ, নারী নিগ্রহের মতো স্পর্শকাতর ঘটনা ঘটিয়ে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। আইনের শাসন প্রতিষ্ঠা না হলে অপরাধ প্রবণতা আরও বাড়বে।

রেজাউল করিম রেজা/ইউএইচ/জিকেএস