দেশজুড়ে

নৌকার পক্ষে প্রকাশ্যে সিল মারার ঘোষণা দুই আ’লীগ নেতার

মেহেরপুরে নৌকার পক্ষে প্রকাশ্যে সিল মারার ঘোষণা দিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক মতিয়ার রহমান ও আওয়ামী লীগ নেতা মোখলেছুর রহমান। এ ধরনের বক্তব্যে গোটা জেলায় সমালোচনার ঝড় উঠেছে।

সোমবার (২৩ নভেম্বর) রাতে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুলবাড়িয়া গ্রামে নৌকার প্রার্থী ইদ্রিস আলীর পক্ষের নির্বাচনী সভায় তারা এ ঘোষণা দেন।

তারা বলেন, এ গ্রাম পশ্চিম পাকিস্তান হিসেবে পরিচিত। এখানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সব নেতাকর্মীকে একত্রিত হয়ে নৌকার পক্ষে ওপেন সিল মারতে হবে। আর মেম্বারের ব্যালটে সিল মারতে হবে গোপনে। আমাদের সঙ্গে মন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের সব নেতাকর্মী রয়েছেন। আপনাদের শরীরের কোনো জায়গায় আঁচড় হতে দেবো না। যে কোনো মূল্যে নৌকার প্রার্থীকে জেতাতেই হবে।

এ বিষয়ে কুতুবপুর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী সেলিম হোসেন বলেন, সাধারণ ভোটারদের মাঝে ভীতি প্রদর্শনের জন্য তারা এ ধরনের বক্তব্য দিয়েছেন। যা সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে বাধা তৈরি হতে পারে।

আনোয়ার হোসেন পাশা নামের গাংনীর ষোলটাকা ইউপির আরেক বিদ্রোহী প্রার্থী বলেন, এভাবে যদি দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রকাশ্যে সিল মারার ঘোষণা দেন তাহলে নিরপেক্ষ নির্বাচন হওয়া কঠিন।

এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আবু আনছার বলেন, এ ধরনের বক্তব্যের কথা আমরা শুনেছি। তবে এখনও কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আসিফ ইকবাল/আরএইচ/এমএস