নড়াইলের লোহাগড়ায় হত্যার দায়ে পলাশ মিনা (৩২) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৪ নভেম্বর) সকালে জেলা ও দায়রা জজ মুন্সী মশিয়ার রহমান এ আদেশ দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলা রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এমদাদুল হক জানান, ২০১৬ সালের ২২ জানুয়ারি সন্ধ্যায় মোবাইল ফোনে ঠান্ডু সরদারকে ডেকে নিয়ে যান পলাশ মিনা। রাতে রাতে ঠান্ডু সরদার বাড়িতে না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরদিন দুপুরে ইতনা বালিকা বিদ্যালয়ের পাশের ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা গোলাপী বেগম বাদী হয়েলোহাগড়া থানায় মামলা করেন
দীর্ঘ শুনানি শেষে আদালত পলাশ মিনাকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
হাফিজুল নিলু/আরএইচ/জিকেএস