দেশজুড়ে

বগুড়ায় নকল স্বর্ণের বারসহ দুই প্রতারক আটক

বগুড়ায় একটি নকল স্বর্ণের বারসহ দুই প্রতারককে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে শাজাহানপুর উপজেলার বনানী মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- শাহাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম উত্তরপাড়ার মৃত হোসেন আলী মন্ডলের ছেলে জয়নাল মন্ডল (৪০) ও মৃত ওয়াজিবুল্লাহ প্রামাণিকের ছেলে জহুরুল প্রামাণিক (৩৫)। এ সময় তাদের কাছ থেকে একটি অটোরিকশাও জব্দ করা হয়।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার সোহরাব হোসেন জানান, তারা অটোরিকশার মাধ্যমে ড্রাইভার ও যাত্রী বেশে নকল স্বর্ণের বার দিয়ে জনসাধারণের সঙ্গে প্রতারণা করতো। তাদের শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এমএইচআর