দেশজুড়ে

টানা ৬ বার পৌর মেয়র হলেন কামাল

নীলফামারী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী দেওয়ান কামাল আহম্মেদ ষষ্ঠবারের মতো জয় পেয়েছেন।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে ১৩ হাজার ৪৪৫ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের এ প্রার্থী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নারিকেল গাছ প্রতীকের প্রার্থী নুরুজ্জামান বুলেট পেয়েছেন ১০ হাজার ১১৩ ভোট।

নীলফামারী জেলা রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নীলফামারী পৌরসভায় কোথাও কোনো কারচুপির ঘটনা ঘটেনি। শান্তি ও সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এসজে/জিকেএস