দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা-স্পিডবোটের সংঘর্ষে তরুণ নিহত

তিতাস নদীতে যাত্রীবাহী স্পিডবোটের সঙ্গে নৌকার সংঘর্ষে আতিকুর রহমান (২২) নামে এক তরুণ নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মনতলা নৌকা ঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত আতিক উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নূরজাহানপুর গ্রামের কালন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জাগো নিউজকে বলেন, নবীনগর থেকে উত্তর দিকে একটি যাত্রীবাহী স্পিডবোট যাচ্ছিল। মনতলা ঘাটের কাছাকাছি ব্রাহ্মণবাড়িয়া থেকে নবীনগরগামী একটি নৌকা আসার সময় স্পিডবোটটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় ওই নৌকার সঙ্গে স্পিডবোটের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই আতিকুর রহমান নামে এক তরুণ মারা যান। আতিক স্পিডবোটের যাত্রী ছিলেন।

ওসি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

আবুল হাসনাত মো. রাফি/এসজে/এমএস