পটুয়াখালীর কলাপাড়ায় ধরা পড়েছে সাত মণ ওজনের শাপলাপাতা মাছ। এসময় মাছটি একনজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।
মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকালে মাছটি উপজেলার আলীপুরের ধুলাসার ঘাটে নিয়ে এলে সঙ্গে সঙ্গে ৬৩ হাজার টাকায় বিক্রি হয়।
মাছের মালিক সেলিম ফকির জানান, রোববার রাতে রাবনাবদ নদীতে জাল ফেলার একপর্যায়ে মাছটি ধরা পড়ে। জাল থেকে মাছটি ট্রলারে তুলতে বেগ পেতে হয়েছে। পরে ট্রলারে করে মাছটি আড়তে নিয়ে গেলে এক ব্যবসায়ী কিনে নেন।
আলীপুরের ধুলাসার আড়ত মালিক মো. আবু জাফর বলেন, দুদিন আগে শাপলাপাতা মাছটি সেলিম ফকিরের জালে ধরা পড়ে। মাছটি আড়তে নিয়ে আসার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায়।
আসাদুজ্জামান মিরাজ/আরএইচ/এএসএম