দেশজুড়ে

রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেলো বৃদ্ধার

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আঞ্চলিক মহাসড়ক পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় জবেদা খাতুন (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার তিরনইহাট ইউনিয়নের খয়খট পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জবেদা খাতুন ওই এলাকার ঈসমাইল হোসেনের স্ত্রী।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় জবেদা খাতুন বাড়ির সামনে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় তেঁতুলিয়া থেকে বাংলাবান্ধাগামী একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি মহাসড়কের ওপর ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।

তেতুঁলিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম খান বলেন, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। চালক পালিয়ে গেলেও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

সফিকুল আলম/এসজে/জেআইএম