দেশজুড়ে

মহেশখালীতে মরা মহিষের মাংস বিক্রি, বাবা-ছেলের কারাদণ্ড

কক্সবাজারের মহেশখালীতে মৃত মহিষের মাংস বিক্রির সময় বাবা-ছেলেকে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তাদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে বড়মহেশখালী ইউনিয়নের নতুনবাজার মাঠে এ ঘটনা ঘটে।

সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা গ্রামের ডহর মিয়া (৫৫) ও তার ছেলে নুরুল ইসলাম (২৮)।

মহিষের মালিক আলী আকবর বলেন, মারা যাওয়ার পর মহিষটি স্থানীয় দুই ব্যক্তিকে মাটিতে পুঁতে ফেলার দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তারা মৃত মহিষটি বিক্রির জন্য নিয়ে আসেন। খবর পেয়ে নতুনবাজার এসে তিনি স্থানীয়দের বিষয়টি জানান।

স্থানীয়রা জানান, মৃত মহিষের মাংস বিক্রির খবরটি ছড়িয়ে পড়লে লোকজন উত্তেজিত হয়ে পড়ে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মাংস বিক্রেতা দুইজনকে আটক করে থানায় নিয়ে যান।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, মৃত মহিষের মাংস বিক্রির অপরাধে দুইজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সায়ীদ আলমগীর/আরএইচ/এএসএম