মানুষের এতো বিচিত্র কাজের জন্যই বোধহয় পৃথিবী এখনো একঘেয়ে হয়ে যায়নি। ভারতের পতেশ তালুকদার গিনেস বুক অব রেকর্ডসে নাম উঠিয়েছেন ভিন্ন এক পন্থায়, যা শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য।
তিনি রেকর্ড করেছেন সবচেয়ে দ্রুত খাওয়ার ক্যাটাগরিতে। এ পর্যন্ত ঠিক আছে। তবে তার খাবার ছিল ভিন্ন। ঝাল বা অতিরিক্ত মিষ্টি কোনো খাবার নয়। ভাঙা কাচের টুকরো।
দর্শকদের সামনেই ভেঙে গুঁড়া করে ফেললেন একটি পানির গ্লাস। এরপর সেই টুকরোগুলো খেয়ে নিলেন চোখের পলকে। একটি পানির গ্লাসের ভাঙা টুকরো খেতে তার সময় লেগেছে মাত্র ১ মিনিট ২৭ সেকেন্ড।
পতেশ তালুকদার ২০১১ সালের ১০ মার্চ এই রেকর্ডটি করেন। এখনো তাকে টপকাতে পারেনি কেউ। ওই বছর ভারতের মুম্বাইতে অনুষ্ঠিত গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের শোতে তিনি রেকর্ডটি করেন। শুধু কাচ খেয়েই ক্ষান্ত হননি পতেশ। তিনি খান প্লাস্টিক ও সিরামিকের নানান জিনিসপত্র।
সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস
কেএসকে/এএসএম