দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে একজন নিহত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রেনের কাটা পড়ে রিয়াজুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (৮ ডিসেম্বর) পীরগঞ্জ-ভোমরাদহ রেল স্টেশনের মাঝামাঝি সেনুয়া বাজার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিয়াজুল ইসলাম পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের ৯ নম্বর ব্লকের দুবড়া গ্রামের মৃত বৈসাগুর ছেলে।

পীরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার সোহরাব হোসেন সুজন জানায়, রেল সড়কের সেনুয়া বাজার এলাকায় একতা এক্সপ্রেসে কাটা পড়ে রিয়াজুল ইসলাম মারা যান।

তানভীর হাসান তানু/আরএইচ/এএসএম