সময়ের জনপ্রিয় অভিনেতা খায়রুল বাশার। ‘মহানগর’ ওয়েব সিরিজ দিয়ে তিনি আলোচনায় আসেন। বর্তমানে কাজ করছেন ছোট পর্দায়। কাজ করেছেন কিছু সিনেমায়ও।
এবার বাসার ‘ময়ূরাক্ষী’ সিনেমায় নায়িকা ববির নায়ক হয়ে অভিনয় করবেন।
চলতি মাসের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হবে। সম্প্রতি মহরত হয়েছে একটি পাঁচতারা হোটেলে।
এই সিনেমার প্রধান চরিত্রে ববি। তিনি একজন চলচ্চিত্র নায়িকার চরিত্রে অভিনয় করবেন। তার সঙ্গে দেখা যাবে শিরিন শিলাকেও।
আজ বুধবার সন্ধ্যায় জানা গেছে এ সিনেমায় ববির বিপরীতে অভিনয় করবেন খায়রুল বাসার।
বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে ববি বলেন, ‘চরিত্রটির জন্য যে ধরনের অভিনেতার প্রয়োজন ছিল খায়রুল বাসার ঠিক তাই। সে খুব ভালো কাজ করছে। আশা করছি সে চরিত্রটি ফুটিয়ে তুলতে পারবে।’
গোলাম রাব্বানীর চিত্রনাট্যে প্রেম ও প্রতারণার গল্প নিয়ে ‘ময়ূরাক্ষী’ সিনেমাটি নির্মাণ করছেন রাশিদ পলাশ। এটি প্রযোজন করছে আজ ইন্টারন্যাশনাল লিমিটেড।
এলএ/এএসএম/জেআইএম