দেশজুড়ে

চাটখিলের নোয়াখলা ইউপি নির্বাচন স্থগিত

নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের নির্বাচন ছয় মাসের জন্য স্থগিতের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম।

তিনি বলেন, আদালতের আদেশের কপি পেলেও নির্বাচন কমিশনের আদেশ এখনো আসেনি। তবে সহসা সেটাও চলে আসবে।

এদিকে আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে নোয়াখালীর চাটখিলে নয়টি ও সোনাইমুড়ী উপজেলার ১০ ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা ছিল। চাটখিলের নোয়াখলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল সোহাগের দায়ের করা রিট পিটিশনের (নম্বর-১১৫৮৩/২১) আদেশে ওই ইউনিয়নের নির্বাচন ছয় মাস স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মো. ইব্রাহীম খলিল জানান, ২০১১ সালে নির্বাচিত হয়ে টানা ১০ বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি। গত ২০১৬ সালের ২৩ এপ্রিল তৃতীয় ধাপের নির্বাচনের আমি চেয়ারম্যান নির্বাচিত হই। কিন্তু ওই নির্বাচনের ফলাফল নিয়ে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ শাহাজাহানের দায়ের করা মামলায় এখন পর্যন্ত আমার শপথ গ্রহণ হয়নি। ২০১৬ সালের পর থেকে আমি কোনো ভাতাও পাই না। আগের চেয়ারম্যান হিসেবেই আমি দায়িত্ব পালন করে আসছি।

এদিকে ২০১৬ সালে অনুষ্ঠিত নির্বাচনের কোনো সুরাহা না করে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা করায় আদালতে রিট পিটিশন করি। এতে গত ৫ ডিসেম্বর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এক আদেশে নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেছে। বিষয়টি লিখিতভাবে নির্বাচন কমিশনকে অবহিত করেছি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বলেন, নির্বাচন কমিশনের আদেশ হাতে না পেলেও আদালতের আদেশ অনুযায়ী নোয়াখলা ইউনিয়নের নির্বাচন স্থগিত থাকবে বলে জেনেছি। বাকি আট ইউনিয়নের নির্বাচন ঘোষিত তফসিল অনুযায়ী অনুষ্ঠিত হবে।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/জেআইএম