নোয়াখালীতে চাটখিল ইবনে সিনা জেনারেল হাসপাতালে জরিমানা ও শিল্পী ডেন্টাল নামের একটি ক্লিনিক সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল রায় এ আদেশ দেন।
নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, শহরের আজিজ সুপার মার্কেটের ইবনে সিনা হাসপাতালে ল্যাবে টেকনিশিয়ান না থাকা ও ভুয়া রিপোর্ট প্রদান করার দায়ে ১০ হাজার টাকা জরিমানা এবং শিল্পী ডেন্টালের কোনো অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে।
অভিযানকালে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শহিদুল ইসলাম নয়নসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ইকবাল হোসেন মজনু/আরএইচ