নেত্রকোনার কলমাকান্দায় পুকুরে ডুবে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম লাবিবা আক্তার।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাতে উপজেলার রংছাতি ইউনিয়নের বালুচান্দা গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের আবু রায়হানের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, লাবিয়ার মা-বাবা ঢাকায় কাজ করেন। সে তার দাদির কাছে গ্রামের বাড়িতে থাকতো। বৃহস্পতিবার বিকালে বাড়ির উঠানে খেলা করছিল লাবিয়া। কিছু সময় পর তাকে উঠানে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে তার দাদি। রাতে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে তার মরদেহ ভাসতে দেখা যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুল্লাহ খান জানান, লাবিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এইচ এম কামাল/আরএইচ/জিকেএস