দেশজুড়ে

বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবা-মেয়ে নিহত

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ইটবোঝাই ট্রাকের চাপায় বাবা-মেয়ে নিহত হয়েছেন। শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে জেলা পরিষদের ডাকবাংলোর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা এলাকার বাসিন্দা আলতাফ (৪৫) ও তার মেয়ে বেলী (১৮)।

স্থানীয়দের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম জাগো নিউজকে বলেন, আলতাব হোসেন পারিবারিক এক বিয়ের অনুষ্ঠানের উদ্দেশ্যে মেয়েকে নিয়ে পঞ্চবটি থেকে রিকশাযোগে সোনারগাঁয়ের উদ্দেশ্যে রওনা দেন। রিকশা চাষাঢ়ায় এলে রাস্তার মধ্যে হঠাৎ মোড় ঘুরাতে গেলে পেছন থেকে ইটবাহী একটি ট্রাক রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে বাবা-মেয়ে মারা যান এবং রিকশাচালক আহত হন।

এসআই আরও বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক ও এর চালককে আটক করা হয়েছে।

মোবাশ্বির শ্রাবণ/এসজে/এএসএম