দেশজুড়ে

সেই মেক্সিকান তরুণীর বিবাহোত্তর সংবর্ধনা

প্রেমের টানে সুদূর মেক্সিকো থেকে বাংলাদেশে ছুটে আসা গ্লাডিস নাইলি টরিবিও মরালেস (৩২) এবং জামালপুরের ছেলে রবিউল হাসান রুমান (২৯) দম্পতির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেলে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পোগলদিঘা গ্রামে এই বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা তাদের আত্মীয়-স্বজনসহ এলাকাবাসী অনুষ্ঠানে যোগদান করে তাদের সুখী দাম্পত্যজীবন কামনা করেন।

রবিউল হাসান উপজেলার পোগলদিঘা গ্রামের আলহাজ মো. নজরুল ইসলামের ছেলে। তিনি ময়মনসিংহের রুমডো ইনস্টিটিউট অব মডার্ন টেকনোলজি থেকে মেকানিক্যাল ডিপ্লোমা সম্পন্ন করে ফ্রিল্যান্সিংয়ে জড়িত।

মেক্সিকান তরুণী গ্লাডিস নাইলির সঙ্গে কথা বলে জানা যায়, মেক্সিকোর পোয়েবলা শহরের ব্যবসায়ী গ্রেগ্রোরিও টরিবিওর মেয়ে তিনি। বেনেমেরিটা অটোনমাস ইউনিভার্সিটি অব পোয়েবলা থেকে তিনি ২০১৬ সালে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন।

এর আগে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত মাসের ২১ নভেম্বর উত্তর আমেরিকার দেশ মেক্সিকো থেকে বাংলাদেশে ছুটে আসেন ওই তরুণী। রবিউল ও তার পরিবারের লোকজন হযরত শাহজালাল (রহ.) বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

বিমান থেকে নামার পর কিছু আনুষ্ঠানিকতা শেষ করে ঢাকা জজ কোর্টে গিয়ে এভিডেভিটের মাধ্যমে নিজের খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ গ্লাডিস নাইলি। পরে রবিউলকে বিয়ে করেন। বিয়ের পর থেকে জামালপুরেই রয়েছেন ওই তরুণী।

রবিউল হাসান রুমান জাগো নিউজকে বলেন, ‘তিনি ভালোভাবে ইংরেজিতে কথোপকথনের জন্য একজন দক্ষ বন্ধু খুঁজছিলেন। একপর্যায়ে ২০১৯ সালে মেক্সিকান তরুণী নাইলির সঙ্গে ফেসবুকে পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে গভীর বন্ধুত্ব ও প্রেম হয়। টানা দুই বছর প্রেম করার পর তারা বিয়ে করেন। আজ তাদের বিবাহত্তোর সংবর্ধনা। বিষয়টি আমার স্ত্রী খুবই উপভোগ করছে। সে ভাবতেও পারছে না বাংলাদেশের কালচার এমন হতে পারে! মানুষের প্রতি মানুষের এমন ভালোবাসা সে পৃথিবীর আর কোথাও দেখেনি।’

বিদেশিনী বধূ গ্লাডিস নাইলি টরিবিও মরালেস জাগো নিউজকে বলেন, আমার ভিসার মেয়াদ এমাসেই শেষ হয়ে যাচ্ছে। আমাকে ১৮ ডিসেম্বর মেক্সিকোতে ফিরতে হবে। খুবই খারাপ লাগছে। এমন ভালোবাসা ছেড়ে তার ফিরে যেতে খুবই খারাপ লাগছে। এরপর বাংলাদেশে আবার যখন আসবেন তখন আরও লম্বা সময় নিয়ে আসবেন বলে জানান তিনি।

নাসিম উদ্দিন/এসআর/এএসএম