দেশজুড়ে

ঝিনাইদহে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ২০

ঝিনাইদহের হরিনাকুন্ডুতে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

রোববার (১২ ডিসেম্বর) সকালে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা জাগো নিউজকে বলেন, রঘুনাথপুর ইউনিয়নে শ্রীফলতলা গ্রামের সাইদুল ইসলাম ও রেজাউল ইসলাম মেম্বর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকালে একটি চায়ের দোকানে নির্বাচনের ভোট চাওয়া নিয়ে সাইদুলের সমর্থক জমির লস্কারের সঙ্গে রেজাউলের সমর্থক আজিজ উদ্দিন কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। এ সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

ওসি আরও বলেন, সংঘর্ষে উভয়পক্ষের ২০ জন আহত হন। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আব্দুল্লাহ আল মাসুদ/এসজে/জিকেএস