বগুড়ার শাজাহানপুরে কৃষিজমি থেকে মাটি কাটার অপরাধে মোকাব্বর হোসেন (৪০) নামের এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় মাটিবাহী দুটি ট্রাক জব্দ করা হয়।
রোববার (১২ ডিসেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আহমেদ এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার আশেকপুর ইউনিয়নের পারতেখুর গ্রামে কৃষিজমি থেকে মাটি কেটে বিক্রি করার খবর পেয়ে শনিবার সেখানে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ। পরে ভ্রাম্যমাণ আদালত ওই এলাকার মৃত মুনছুর রহমানের ছেলে মোকাব্বর হোসেনের ৫০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি তাদের মাটি কাটতে নিষেধ করেন। কিন্তু ইউএনওর নিষেধ অমান্য করে পরদিনই আবারো মাটি কাটেন মোকাব্বর হোসেন। পরে পুনরায় অভিযান চালিয়ে মাটিবাহী দুটি ট্রাক জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রে আসিফ আহমেদ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আহমেদ জানান, ভূমি আইন অমান্য করে কেউ মাটি কাটলেই তাকে ভ্রাম্যমাণ আদালতের আওতায় নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।
আরএইচ/জিকেএস