দেশজুড়ে

হবিগঞ্জের গোপায়া ইউনিয়নে এক কেন্দ্রের ভোট বাতিল

হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বহুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল বাতিল করে পুনরায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৮ নভেম্বর তৃতীয় ধাপের নির্বাচনের ফলাফল ঘোষণার পর ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় এ সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

রোববার (১২ ডিসেম্বর) রাতে নির্বাচন কমিশনের উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি পত্র জেলা নির্বাচন কার্যালয়ে পৌঁছায়।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদিকুল ইসলাম জানান, সোমবার এ কেন্দ্রের তথ্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। এ কেন্দ্রে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে পুনরায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এখনো ভোটগ্রহণের তারিখ নির্ধারণ হয়নি।

নির্বাচন অফিস সূত্র জানায়, তৃতীয় ধাপে নির্বাচনে ২৮ নভেম্বর ভোটগ্রহণ শেষে ওই কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। এরপর একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে কিছু ব্যালট পেপার ছিনিয়ে নেয়। এ ঘটনায় মেম্বার প্রার্থীরা পুনরায় ভোট গণনার আবেদন করেন। এর প্রেক্ষিতে নির্বাচন কমিশন উল্লেখিত সিদ্ধান্ত নেয়।

এ কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. নুরুজ্জামান চৌধুরী ৯৯৬, স্বতন্ত্রপ্রার্থী চৌধুরী মিছবাহুল বারী (চশমা) ৭২৩, বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান (ঘোড়া) ১৬৯, স্বতন্ত্র প্রার্থী আক্তার হোসেন (আনারস) ১০১ ও স্বতন্ত্র প্রার্থী জহিরুল ইসলাম সেলিম (মোটরসাইকেল) ২১ ভোট পান।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/জিকেএস