দেশজুড়ে

মেম্বার প্রার্থী হলেন ফৌজদারি মামলার আসামি

পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে অংশ নিচ্ছেন নারী নির্যাতন ও সংখ্যালঘুদের ওপর হামলা মামলার আসামি আবদুর রাজ্জাক পেদা।

পৃথক মামলায় জামিনে এসে নড়িয়া উপজেলার ভূমখাড়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হয়েছেন তিনি।

তার বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রীর নারী নির্যাতন মামলা ও সংখ্যালঘুদের ওপর হামলার আরও একটি মামলা রয়েছে। দুই মামলায় তিনি জামিনে রয়েছেন। এদিকে নির্বাচনী যাচাই-বাছাইয়ে আবদুর রাজ্জাক পেদা মেম্বার প্রার্থী হিসেবে বৈধতা পান।

এ বিষয়ে আবদুর রাজ্জাক পেদা বলেন, সংখ্যালঘু হৃদয় মণ্ডল যে মামলা করেছে ওই সময় আমি বাড়িতেই ছিলাম না। তবুও আমাকে আসামি করেছে। আর আমার স্ত্রী বকুলি বেগম আমার বিরুদ্ধে অনেক মামলা করেছেন। প্রতিটি মামলায় পরাজিত হয়েছেন। আমি মামলা থেকে জামিনে আছি।

নড়িয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আতিয়ার রহমান জানান, যাচাই-বাছাই শেষে আবদুর রাজ্জাক পেদা মেম্বার প্রার্থী হিসেবে বৈধতা পান।

নড়িয়া থানার উপ পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন ফকির বলেন, সংখ্যালঘুদের মারধরের ঘটনায় আবদুর রাজ্জাক পেদাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়। এরমধ্যে তিনিসহ চারজন জামিনে আছেন। আসামিদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। অপর মামলাটি সম্ভববত আদালতে করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারি ভূমখাড়া ইউনিয়নে ভোটগ্রহণ করার কথা রয়েছে।

মো. ছগির হোসেন/আরএইচ/এএসএম