দেশজুড়ে

কোনাবাড়িতে ঝুটের গুদামে আগুন

গাজীপুরের কোনাবাড়িতে ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চার ইউনিট কাজ করছে।

গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বিকেল পাঁচটার কিছু সময় পর ওই এলাকার ঝুট ব্যবসায়ী মামুনের গুদামে আগুন লাগে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ফায়ার সার্ভিসে খবর দেন। মুহূর্তে আশপাশের নয় গুদামে আগুন ছড়িয়ে পড়ে।

আব্দুল হামিদ মিয়া জানান, বেলা পাঁচটার কিছু সময় পর কোনাবাড়ির দেউলিয়া বাড়ি এলাকার একটি ঝুটের গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কাশিমপুর ডিবিএল মিনি স্টেশনের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত গুদামগুলোর জ্বলছে।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/এএসএম