নড়াইলের রূপগঞ্জ বাজার সংলগ্ন চিত্রা নদীর বিভিন্ন অংশে ফের ভাঙন শুরু হয়েছে। নদীগর্ভে বিলীন হয়ে গেছে ওই এলাকার বেশ কিছু স্থাপনা ও গাছপালা। পানির চাপে আশপাশের এলাকায় ফাটল দেখা দিয়েছে। ফলে নদী তীরের অন্তত ৩০টি বাড়ি ভাঙনের মুখে রয়েছে।
স্থানীয়রা জানান, গত বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে শহরের রূপগঞ্জ নাট্য সংস্থা ও মিতালী সংঘ সংলগ্ন এলাকার ১০টি গাছ নদীতে পড়ে গেছে। এছাড়াও বেশ কিছুদিন ধরে ভিক্টোরিয়া কলেজ ও বিনাপনি বিশ্বাসের বাড়ি সংলগ্ন জায়গা নদীতে হারিয়ে গেছে।
এর আগে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারি বিনাপানি ও ভিক্টোরিয়া কলেজের দুটি ঘর ও ২০টি গাছ নদী গর্ভে বিলীন হয়।
নড়াইল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কল্যাণ মুখার্জি জানান, নদীর পূর্ব প্রান্তেনতুন চর তৈরি হওয়ায় নদীর পানি পশ্চিম প্রান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে এ প্রান্তে পানির চাপ বেশি থাকায় বিভিন্ন সময়ে নদী ভাঙনের সৃষ্টি হচ্ছে।
নড়াইল পৌরসভার মেয়র আনজুমান আরা বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করি। বিষয়টি তাৎক্ষণিক নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি-বিন-মুর্তজা ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে জানাই। তারা বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দেন।
এ ব্যাপারে নড়াইল পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী সুমন সিকদার বলেন, তাৎক্ষনিকভাবে কয়েক হাজার জিও ব্যাগ ফেলে আপাতত ভাঙন বন্ধ করতে হবে। আশা করছি খুব দ্রুত কাজটি শুরু হবে।
হাফিজুল নিলু/আরএইচ/এমএস