লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৫) এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার চৈতাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত যুবকের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও এলাকাবাসী জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা লোকাল ট্রেনটি বুড়িমারীর দিকে যাচ্ছিল। উপজেলার দক্ষিণ গড্ডিমারী চৈতাপাড়া নামক স্থানে পৌঁছালে ওই যুবক ট্রেনে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় হাসানুর রহমান (৪০) বলেন, ওই যুবকের দেহ কয়েক টুকরা হয়ে যায়।
লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহারুল ইসলাম জানান, যুবকের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
এএইচ/এমএস