চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ২০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে দুজন জিআর, চারজন সাধারণ জিআর ও ১৪ জন সাধারণ সিআর মামলার আসামি।
গ্রেফতার আসামিরা হলেন- মিলন, রুবেল ইসলাম, শাহ আলম, আতাউল্লাহ আপেল (৩০), জাহাঙ্গীর আলম (৩৮), আব্বাস মিয়া, ইসমাইল হোসেন, বাপ্পী আক্তার, কামরুজ্জামান, মনিরুল ইসলাম বাবুল (৩৫), হযরত আলী, ভোলাল উরাও, সমর উরাও, বিশ্বনাথ উরাও, গোবড়া উরাও, শ্রী লগেন উরাও, স্বপন উরাও, মাখন উরাও, মো. নুর ইসলাম, মো. ওবাইদুর রহমান ওরফে ওবাইদুল হকের গ্রেফতার করেন।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, পুলিশের দুটি চৌকস টিম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে।
সোহান মাহমুদ/আরএইচ/এএসএম