দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত, বিচার চেয়ে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা বজলুর রশিদ সনুকে লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের যৌথ উদ্যোগে শিবগঞ্জ ডাকবাংলোর সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বজলুর রশিদ সনু, কানসাট ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি সোহেল পারভেজ পাপ্পু ও সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকীসহ অন্যরা।

বক্তারা মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আওয়ামী লীগ নেতা আতিকুল ইসলাম টুটুল খানের বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মহান বিজয় দিবসে শিবগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলামের হাতে লাঞ্ছিত হন বীর মুক্তিযোদ্ধা বজলার রশিদ সনু।

সোহান মাহমুদ/এএইচ/জিকেএস