ইসরায়েলের রাজধানী তেল আবিবের একটি বারে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীর গুলিতে দুজন নিহত হয়েছে। শুক্রবার রাজধানীর কেন্দ্রে দিজেনগফ স্ট্রিট এলাকায় অটোমেটিক রাইফেলের গুলিতে আরও সাত জন আহত হয়েছে। খবর বিবিসির।তবে তাৎক্ষণিকভাবে এ হামলার কারণ জানাতে পারেনি ইসরায়েলি পুলিশ। পুলিশের মুখপাত্র মিকি রোজেনফেল্ডবলেন, কী কারণে হামলার ঘটনা ঘটেছে তা জানা যায়নি। এটা জঙ্গি হামলা না সন্ত্রাসী হামলা- তা এখনো স্পষ্ট নয়।আগে থেকে এ ধরনের কোনো হামলার হমকিও ছিল না বলে তিনি জানান। এদিকে জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিব শহরের মেয়র রন হুলদাই ঘটনাস্থলে সাংবাদিকদের বলেছেন, এটাকে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ সন্ত্রাসী হামলা বলেই মনে হচ্ছে।২৩ ডিসেম্বর পর্যন্ত সাম্প্রতিক সহিংসতায় অন্তত ২১ ইসরায়েলি ও ১৩১ ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে। এসআইএস/পিআর