বিজয় দিবস উপলক্ষে নারী ও প্রসূতি মায়েদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে অবস্থিত ‘সান হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেড’।
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুর ১টা থেকে রোগী দেখছেন স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞরা। আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে সান হেলথ কেয়ারের এ সেবা নিতে পারবেন নারী ও প্রসূতি মায়েরা। প্রতিদিন দুপুরে ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেবা দেওয়া হবে। হাসপাতালটির ক্লিনিক্যাল কো-অর্ডিনেটর ডা. ফাবলিহা জান্নাত লোপা বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিশেষ দিনগুলোতে আমরা এ ধরনের সেবার আয়োজন করে থাকি। তাই বিজয় দিবস উপলক্ষে ২১ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত নারী ও প্রসূতি মায়েদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে। এছাড়া ৪০ শতাংশ পর্যন্ত ছাড়ে সিটিস্ক্যানসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করাতে পারবেন রোগীরা। ডেন্টালেও কিছু ছাড় চলছে।
আগ্রহীদের সিরিয়াল নিতে ০১৮৪৪৬৫৮৮৯৯ নম্বরে ফোন করে নাম রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে।
এসএম/এমএএইচ/জিকেএস