দেশজুড়ে

‘ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও গাঢ় হয়েছে’

রাজশাহীর ভারতের সহকারী হাইকমিশনার শ্রী সঞ্জীব কুমার ভাটি বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে মুজিববর্ষকে ঘিরে ভারতের প্রধানমন্ত্রী এসেছিলেন এবং বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাষ্ট্রপতিও এসেছিলেন। এতে ভারত-বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও গাঢ় হয়েছে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টায় নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিবশতবর্ষ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। চাঁপাইনবাবগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোট এ সভার আয়োজন করে।

শ্রী সঞ্জীব কুমার ভাটি বলেন, বিজয় মাস উল্লাস আর আনন্দের। ৯ মাস যুদ্ধের পর ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জন করে। মহান মুক্তিযুদ্ধে ভারত মিত্র দেশ হিসেবে বাংলাদেশের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান মো. তানবিরুল আলম, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শঙ্কর কুমার কুন্ডু, চাঁপাইনবাবগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য মো. সুজাতুল আলম কল্লোল। স্বাগত বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য সচিব অ্যাডভোকেট মো. রবিউল ইসলাম।

এর আগে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়ানো হয়।

এদিকে বিকেল পৌনে ৪টায় জেলা শহরের শিবতলার চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুরাণী মন্দিরে প্রধান অতিথি হিসেবে ভারতের সহকারী হাইকমিশনার মহান বিজয়ের ৫০ বছর পূর্তি ও গীতা জয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দেন। এ সময় মন্দির কমিটির সভাপতি বাসুদেব নন্দী ও সাধারণ সম্পাদক অজিত দাস ভারতের সহকারী হাইকমিশনারকে শুভেচ্ছাস্বরূপ কাঁসার থালা উপহার দেন।

সোহান মাহমুদ/এসজে/এএসএম