ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ঝোপঝাড় থেকে রিয়াদ (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার চম্পকনগর ইউনিয়নের গোপালপুর এলাকায় একটি মসজিদের পাশে ঝোপঝাড় থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহত রিয়াদ গোপালপুর গ্রামের মো. ডালিম মিয়ার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা জানান, সন্ধ্যায় বাড়ির কাছাকাছি মসজিদে মাগরিব নামাজের উদ্দেশ্যে যায় শিশু রিয়াদ। দীর্ঘক্ষণ বাড়িতে না যাওয়ায় পরিবারের সদস্যরা এলাকায় তাকে খোঁজ করেন। পরে মসজিদের পাশে ঝোপঝাড়ে রিয়াদকে অচেতন অবস্থায় পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। তবে বিষয়টি তদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে। মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।
আবুল হাসনাত মো. রাফি/এআরএ