দেশজুড়ে

হুমকির পর আ’লীগ প্রার্থী বললেন ওটা ‘মাউথপিস মিসটেক’

পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি গাজীপুরের শ্রীপুর উপজেলায় ৮ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতীক বরাদ্দের পরপরই উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী প্রকাশ্যে স্বতন্ত্র প্রার্থীকে প্রচার-প্রচারণা, পোস্টার লাগাতে দেওয়া হবে না বলে জানিয়েছেন। আওয়ামী লীগ প্রার্থীর এমন হুমকির ভিডিও এখন ফেসবুকে ভাইরাল।

সোমবার (২০ ডিসেম্বর) উপজেলার লোহাগাছিয়া বাজারে উন্মুক্ত স্থানে কর্মী সমর্থক নিয়ে পথসভায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এমন বক্তব্য দেন। এতে সুষ্ঠু নির্বাচন নিয়ে শংকা জেগেছে বলে জানিয়েছেন ওই ইউনিয়নের একমাত্র স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান আবু সাইদ।

গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম আকন্দ। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।

ভিডিওতে দেখা যায়, নৌকা প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম আকন্দ বলছেন, ‘আজকে যারা স্বতন্ত্র প্রার্থী তারা বিভিন্ন এলাকায় গণসংযোগের পায়তারা করছে, আমরা এই প্রহলাদপুরের ২৭টি গ্রামের মধ্যে কোথাও তাকে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করার সুযোগ দেবো না। আপনারা আমাকে সহযোগিতা করবেন এবং স্বতন্ত্র প্রার্থীর কোনো পোস্টার লাগানো যাবে না, যেখানেই পোস্টার লাগানো হবে আপনারা প্রতিরোধ করবেন, না করলে আমাকে জানাবেন।’

এভাবে বক্তব্যের বিষয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুল ইসলাম আকন্দ বলেন, আমি কি কথা বলেছি, এ মুহূর্তে আমার মনে নেই। মাউথপিস মিসটেক হতে পারে। তবে এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার নির্বাচন সবারই অধিকার রয়েছে সমানভাবে নির্বাচনে অংশ নেওয়ার। প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান আবু সাইদ বলেন, প্রচারণার প্রথম দিনেই যেভাবে হুমকি দিয়েছেন তাতে আমাদের কর্মী সমর্থকরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন। আমি পোস্টার নিয়ে কোনো কর্মীকে এলাকায় পাঠাতে পারছি না। এ বিষয়ে নির্বাচন কমিশনে আমরা অভিযোগ করবো।

গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ বলেন, তিনি এ বিষয়টি দেখবেন। নির্বাচনে কেউ হুমকি দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

আমিনুল ইসলাম/এফএ/এমএস