দেশজুড়ে

নেত্রকোনায় গরু ব্যবসায়ীকে হত্যা, মরদেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ

নেত্রকোনার কলমাকান্দায় মো. মজিবুর রহমান (৪৮) নামের এক গরু ব্যবসায়ীকে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনা জনি নামের একজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে উপজেলার সীমান্তবর্তী রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মজিবুর রহমান ওই এলাকার মৃত আব্বাস আলীর ছেলে ছিলেন। তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে গরু ব্যবসা করে আসছিলেন মজিবুর রহমান। অসুস্থ হয়ে পড়লে ব্যবসা থেকে কিছুটা সরে যান। মঙ্গলবার সন্ধ্যায় পাঁচগাঁও বাজারে গিয়ে রাতে আর ফেরেনি। পরে রাত ১২টার দিকে বাড়ির পাশের পতিত জমিতে আগুন দেখে স্থানীয়রা সেখানে যান। ওই আগুনে মজিবুর রহমানের মরদেহ জলতে দেখন তার স্বজনরা।

নিহতের বড় ভাই আতাউর রহমান বলেন, প্রতিবেশী জনি মিয়ার কাছ থেকে আমার ভাই মাঝে মধ্যে সুদে টাকা আনতেন। জনি সুদের ব্যবসা ছাড়াও সীমান্তে বিভিন্ন পণ্য ও গরুর ব্যবসার সঙ্গে জড়িত। সকালে পাওনা টাকার জন্য জনি মেরে ফেলার হুমকি দেয়। জনি তার লোকজন নিয়ে আমার ভাইকে মেরে আগুনে পুড়িয়ে দিয়েছে।

পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। জনি নামর একজনকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

এইচ এম কামাল/আরএইচ/এএসএম