দেশজুড়ে

ভারতের উপহারের অ্যাম্বুলেন্স পেলো লালমনিরহাট পৌরসভা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে লালমনিরহাট পৌরসভাকে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে ভারত।

বুধবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় পৌর চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় অ্যাম্বুলেন্সের প্রতীকী চাবি হস্তান্তর করেন সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাট্টি।

পৌর মেয়র রেজাউল করিম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু জাফর, ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীক, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মারুফা জামাল, লালমনিরহাট উন্নয়ন আন্দোলন পরিষদের আহ্বায়ক সুপেন্দ্র নাথ দত্ত, সমাজকর্মী হাফিজ ফেরদৌস স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

রবিউল ইসলাম/আরএইচ/জিকেএস