দেশজুড়ে

সুনামগঞ্জে হঠাৎ বৃষ্টি-বজ্রপাতে ভোগান্তি

সুনামগঞ্জে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষসহ রাস্তা ও ফুটপাতে বসা ব্যবসায়ীরা।

বুধবার (২২ ডিসেম্বর) রাত পৌনে ৮টা থেকে শুরু হয় প্রচণ্ড বৃষ্টি ও বজ্রপাত। একই সঙ্গে বইছে ঠান্ডা বাতাসও।

সুনামগঞ্জ শহর ঘুরে দেখা যায়, সারাদিন কাজ শেষে বাড়ি ফেরার জন্য যখন মানুষ পরিবহনের জন্য অপেক্ষা করছেন, ঠিক তখনই শুরু হয় ভারি বৃষ্টি ও বজ্রপাত। এতে যেমন আতঙ্কিত মানুষ, তেমনি রাস্তার ফুটপাতে বসা শীতের কাপড়সহ অন্যান্য ব্যবসায়ীরা পড়েন চরম ভোগান্তিতে।

ফুটপাতে বসা কাপড় বিক্রেতা সেলিম মিয়া জাগো নিউজকে বলেন, হঠাাৎ বৃষ্টিতে আমার অনেক শীতের কাপড় ভিজে নষ্ট হয়ে গেছে। এগুলো এখন আর বিক্রি করতে পারবো না।

আরেকজন কাপড় বিক্রেতা শাহার মিয়া জাগো নিউজকে বলেন, সন্ধ্যার পর মূলত আমরা শীতের কাপড় একটু বেশি বিক্রি করতে পারি। তবে আজকে কাপড় তো বিক্রি করতেই পারলাম না বরং বৃষ্টিতে অনেক কাপড় ভিজে গেছে। আসলে হটাৎ বৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছি।

মোল্লা পাড়ার বাসিন্দা জিয়া তালুকদার জাগো নিউজকে বলেন, সারাদিন কাজ শেষে যখন অফিস থেকে বের হয়ে আলফাত স্কয়ার পয়েন্টে অটোরিকশার জন্য অপেক্ষা করছিলাম ঠিক তখনাই শুরু হলো বৃষ্টি। এখন যানবাহন পাচ্ছি না, বাসায়ও ফিরতে পারছি না।

মল্লিকপুর এলাকার বাসিন্দা ইমন মিয়া জাগো নিউজকে বলেন, মায়ের শরীর খুব খারাপ ওষুধ নিতে বাজারে এসেছিলাম, কিন্তু হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলো ভয়ে আমি ফার্মেসি থেকে বের হচ্ছি না।

জয়নগর এলাকার বাসিন্দা জীবন আহমদ জাগো নিউজকে বলেন, শহর থেকে আমার বাড়ি ৩০ কিলোমিটার দূরে, কিন্তু হঠাৎ যেভাবে বৃষ্টি ও বজ্রপাত শুরু হবে এবং তা কখন কমবে সেটাই বুঝতে পারছি না। আরেকটু পর গাড়িও পাবো না। খুব চিন্তায় আছি।

লিপসন আহমেদ/এসজে/এএসএম