দেশজুড়ে

অস্ত্র মামলায় কারগারে সেই ছাত্রলীগ নেতা

দেশীয় অস্ত্র বহনের দায়ে ঠাকুরগাঁও সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সবুরকে (২৮) অস্ত্র মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকেলে এতথ্য নিশ্চিত করেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম।

এর আগে বুধবার (২২ ডিসেম্বর) রাতে একটি মোটরসাইকেল ও ২০টি রামদাসহ আহত অবস্থায় সবুরকে গ্রেফতার করে পুলিশ। সবুর ইসলামনগর এলাকার নজরুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অস্ত্রের বস্তাসহ দেখতে পেয়ে সবুরকে আটক করেন এলাকাবাসী। একপর্যায়ে তারা মারধর শুরু করেন। পরে পুলিশ গিয়ে অস্ত্রসহ তাকে আটক করে।

তবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি বলেন, ‘আলামিন নামের একজন নৌকার প্রার্থীকে বদনাম করার উদ্দেশ্যে আমাকে ফাঁসিয়েছে।’

জানতে চাইলে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম বলেন, ‘কোনো নির্দিষ্ট ব্যক্তির দায় সংগঠন নেবে না। তবে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। এলাকাবাসীর কাছথেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরদিন অস্ত্র মামলায় তাকে কোটে চালান করা হয়েছে।

তানভীর হাসান তানু/এসআর/জিকেএস