দেশজুড়ে

নৌকার প্রচারণায় সহকারী প্রিসাইডিং কর্মকর্তা

ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নে নৌকার প্রার্থীর সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগ উঠেছে কৃষ্ণচন্দ্র মালাকার নামে এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে।

সর্বশেষ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সদর উপজেলার আকচা ইউনিয়নের নৌকা প্রার্থী সুব্রত কুমার বর্মণের প্রচারণায় তাকে দেখা যায়। এর কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ভাইরাল হয়। শুধু তিন নন আরও তিন প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধেও নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে।

এ নিয়ে বৃহস্পতিবার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সালাইউদ্দিন বাদশা কৃষ্ণচন্দ্র মালাধারসহ তিনজন প্রিসাইডিং কর্মকর্তার বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন।

কৃষ্ণচন্দ্র মালাকার আকচা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রাংরাই পুকুর শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্ব পাওয়া সহকারী প্রিসাইডিং কর্মকর্তা। বাকি দুজন হলেন- আকচা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল রশিদ মহাবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিংয়ের দায়িত্ব পাওয়া শান্তানু সেন, ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বঠিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিসাইডিংয়ের দায়িত্ব পাওয়া জয়ন্ত কুমার রায় ও ৫ নম্বর ওয়ার্ডের পণ্ডিত সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের শঙ্কর রায়।

নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার বিষয়ে জানতে চাইলে শুক্রবার (২৪ ডিসেম্বর) সকালে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা কৃষ্ণচন্দ্র মালাকার বলেন, ‘আগে প্রচারণায় গিয়েছি। কিন্তু এখন যাই না। কাল রাতেও তারা আমাকে ডাকতে এসেছিল। কিন্তু আমি যাইনি।’

এ বিষয়ে নৌকার প্রার্থী সুব্রত কুমারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কিছু বলতে রাজি হননি।

অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে আকচা ইউনিয়ন পরিষদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা শরিফুল ইসলাম জাগো নিউজকে বলেন, বিষয়টি জানার পর থেকেই খোঁজ নেওয়া শুরু করেছি। খোঁজ নিয়ে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে।

ঠাকুরগাঁও উপজেলা নির্বাচনী কর্মকর্তা রেজাউল করিম জাগো নিউজকে বলেন, এমন অভিযোগ বেশকিছু ইউনিয়ন থেকে এসেছে। প্রতিটি অভিযোগ পর্যালোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তানভীর হাসান তানু/এসজে/এএসএম