দেশজুড়ে

মসজিদের বারান্দায় ‘ভোটকক্ষ’

নোয়াখালী কবিরহাট উপজেলায় ইউপি নির্বাচনে একটি মসজিদের বারান্দায় দুটি ভোটকক্ষ স্থাপন করা হয়েছে।

রোববার (২৬ ডিসেম্বর) ধানশালিক ইউপি নির্বাচনে ২নং ওয়ার্ডের লামছি প্রসাদ শাহ জিন্নাত উল্যাহ শাহ সাহেবের ফোরকানিয়া মাদরাসা কেন্দ্রের মসজিদে এ কক্ষ বসানো হয়।

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আবুল বাসার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মাদরাসায় স্থান সংকুলান না হওয়ায় একই মাঠে মসজিদের বারান্দায় পুরুষদের জন্য দুটি ভোটকক্ষ বসানো হয়েছে। নারীদের জন্য মাদরাসায় দুটি ভোটকক্ষ রয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, ভোটারদের সুবিধার্থে কমিটির সঙ্গে কথা বলে মসজিদের বারান্দায় কক্ষ দুটি বসানো হয়। খোলা স্থান হওয়ায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিতে হয়েছে।

ওই কেন্দ্রে মোট ভোটার এক হাজার ২৯০। এর মধ্যে পুরুষ ৬৮৮ ও নারী ৬০২।

ইকবাল হোসেন মজনু/এএইচ/জেআইএম