দেশজুড়ে

দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, চালক নিহত

দিনাজপুর ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় আরেক ট্রাকের চালক নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ভোরে উপজেলার বিরাহিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক আক্তার হোসেন (৩৮) গাজীপুরের কালিয়াকৈরের এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

ঘোড়াঘাট ফায়ার সার্ভিস সূত্র জানায়, উপজেলার বিরাহিমপুর এলাকায় রাস্তার পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মরত এক ব্যক্তির বাড়ির মালামাল নিয়ে দিনাজপুর থেকে রাজশাহীর উদ্দেশ্যে যাচ্ছিল আরেকটি ট্রাক। এ ট্রাকের চালক ছিলেন আক্তার হোসেন।

ঘনকুয়াশার কারণে দেখতে না পেয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় মালামাল বহনকারী ট্রাকটি। এতে ঘটনাস্থলেই মারা যান আক্তার হোসেন। আহত হন আরও দুজন। ঘটনাস্থল থেকে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যর নিহত চালকের মরদেহ এবং ট্রাকের হেলপার ও ট্রাকে থাকা মালামালের মালিককে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির দুর্ঘটনার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/এসজে/এএসএম