দেশজুড়ে

জীবন বাজি রেখে হলেও গণতন্ত্র ফিরিয়ে আনা হবে: গয়েশ্বর

জীবন বাজি রেখে হলেও সরকারের দমন-নিপীড়ন রুখে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, সরকার জনগণের শক্তিকে ভয় পায় বলেই বিএনপির সমাবেশে ১৪৪ ধারা জারি করেছে। এর মাধ্যমে সরকার আবারও প্রমাণ করলো তারা বাকস্বাধীনতায় বিশ্বাস করে না।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে বিএনপির সমাবেশ ঘিরে নওগাঁয় হোটেল মল্লিকা ইনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিএনপির স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যেহেতু আজ সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি তাই আগামীতে অনুমতি ছাড়াই নওগাঁয় সমাবেশ হবে। সেই ধরনের প্রস্তুতি রাখতে হবে। স্থগিত হওয়া সমাবেশ যে কোনো সময় ডাকা হতে পারে। সেই সমাবেশ সফল করতে প্রস্তুতি রাখতে হবে।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির কেন্দ্রেীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক চন্দন, নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান, যুগ্ম-সম্পাদক নাসির হোসেন ও জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল হকসহ জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নওগাঁয় বিএনপি ও যুবলীগের সমাবেশ ঘিরে সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক হারুন অর রশীদ স্বাক্ষরিত এক আদেশে নওগাঁর পুরো পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

আব্বাস আলী/এএইচ/এএসএম