জাতীয়

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের নিকটাত্মীয়দের সংবর্ধনা

সশস্ত্র বাহিনী দিবস-২০১৪ উপলক্ষে স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য খেতাবপ্রাপ্ত সেনাবাহিনীর মুক্তিযোদ্ধা ও তাদের নিকটাত্মীয়দের ঢাকা সেনানিবাসের অফিসার্স ক্লাবে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া মহান এ সংবর্ধনা প্রদান করেন।সম্বর্ধিতদের মধ্যে ছিলেন- ৩ জন বীরশ্রেষ্ঠ- বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাংগীর, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফার নিকটাত্মীয়, ৩ জন বীর উত্তম, ৬ জন বীর বিক্রম ও ১১ জন বীর প্রতীক ও তাদের নিকটাত্মীয়।অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের নিকটাত্মীয়দের সাথে কুশলাদি বিনিময় করেন এবং তাদেরকে উপহারসামগ্রী দেন।অনুষ্ঠানের শুরুতে খেতাবপ্রাপ্ত সেনাসদস্যদের মহান মুক্তিযুদ্ধকালীন বীরত্বগাথার সারসংক্ষেপ তুলে ধরা হয়। এ সময় সেনাসদরসহ ঢাকায় কর্মরত ঊর্ধ্বতন সেনাকর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, সেনাসদরের পক্ষ থেকে প্রতি বছর এ ধরনের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। -বাসস