ঝিনাইদহের শৈলকুপায় দুই ভাতিজা ও ভাগ্নেকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে এক পাষণ্ড। সোমবার সন্ধ্যায় উপজেলার কবিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলো, উপজেলার কবিরপুর গ্রামের দোলোয়ার হোসেনের ছেলে আমিন (৬) ও সাফিন (৯) এবং ভাগ্নে মাহিন (১৪)।পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে সন্ধ্যায় কবিরপুর গ্রামের ইকবাল হোসেন তার ভাই দোলেয়ার হোসেনের ঘর বাইরে থেকে বন্ধ করে আগুন ধরিয়ে দেয়। এতে ঘরে থাকা দোলোয়ার হোসেনের দুই ছেলে আমিন, সাফিন ও ভাগ্নে মাহিন দগ্ধ হয়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।হাসপাতালের চিকিৎসক তাদের মধ্যে আমিন ও সাফিনকে মৃত বলে ঘোষণা করেন। পরে মাহিনকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত ইকবাল হোসেনকে আটক করা হয়েছে।এআরএ/আরআইপি