দেশজুড়ে

এক ওয়ার্ডে ১৭ কাউন্সিলর প্রার্থী, বিপাকে নির্বাচন কমিশন

নোয়াখালী পৌরসভা নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নিয়ে শহরজুড়ে চলছে সরগরম আলোচনা।

প্রার্থীরা হচ্ছেন, অহিদ উদ্দিন মাহমুদ মুকুল (টিউবওয়েল), আনোয়ার উল্যাহ (গাজর), আবুল খায়ের (তবলা), এবিএম মহিউদ্দিন (উটপাখি), কাজি মো. নাছির উদ্দিন (ফাইল কেবিনেট), নুর উদ্দিন (টেবিল ল্যাম্প), নুরু নবী সোহাগ (ডালিম), মহিউদ্দিন করিম (পানির বোতল), মো. হোসেন মিয়া (ব্রিজ), মো. আবদুল গনি (বাঁশি), মো. আবু হেনা মস্তফা কামাল উদ্দিন (ঢেঁড়শ), মো. ইব্রাহীম খলিল (পাঞ্জাবী), মো. টিপু সুলতান চৌধুরী (স্ক্র ড্রাইভার), মো. নাছিম উদ্দিন (ব্ল্যাক বোর্ড), মো. সাইফুদ্দিন মাহমুদ (টিউব লাইট), মো. সাইফুল ইসলাম (মাইক) ও সাইফুল ইসলাম চৌধুরী (একতারা)।

এদিকে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হওয়ায় ওই ওয়ার্ড নিয়ে বিপাকে পড়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। কারণ প্রতিটি ব্যালট ইউনিটে প্রতীক রয়েছে মাত্র ১০টি।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল আলম জাগো নিউজকে জানান, ওই ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৭ জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন। এ জন্য ওই পদে দুটি ব্যালট ইউনিট ব্যবহার করতে হবে।

৪ নম্বর ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১০ হাজার ৩৬৮ জন। আগামী ১৬ জানুয়ারি নোয়াখালী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইকবাল হোসেন মজনু/এফএ/এএসএম