নোয়াখালী জেলা কারাগারে গণশুনানি করে বন্দিদের নানা অভিযোগ শুনেছেন জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খান। পরে তিনি সব সমস্যার সমাধানের জন্য জেল সুপারকে নির্দেশ দেন।
বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে কারাগারের মাঠে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এ সময় কারাগারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খান জাগো নিউজকে বলেন, গণশুনানিতে বন্দিরা সুপেয় পানির সমস্যা, চর্মরোগ, বিনোদনের পর্যাপ্ত সুযোগের অভাবসহ অন্যান্য সমস্যার কথা তুলে ধরেন। পরে এ সকল সমস্যার আশু সমাধানের ব্যবস্থা গ্রহণের জন্য জেল সুপারকে নির্দেশনা প্রদান করি।
এছাড়া বন্দিদের বিনোদনের জন্য দাবিকৃত একটি ২৪ ইঞ্চির এলইডি টেলিভিশন জেল সুপার ফণী ভূষণ দেবনাথের হাতে তুলে দেন জেলা প্রশাসক।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে জেল সুপার ফণী ভূষণ দেবনাথ জাগো নিউজকে বলেন, ৫০০ বন্দির ধারণক্ষমতার কারাগারে এখন আছে এক হাজার ১৩২ জন। আগের থেকে যেভাবে পানি সরবরাহ করা হচ্ছে সেই মতে চলছে। সুপেয় পানির জন্য জনস্বাস্থ্য বিভাগকে চিঠি দেওয়া হয়েছে। আর শীতের সময় অতিরিক্ত বন্দির কারণে চর্ম জাতীয় রোগ কিছুটা বৃদ্ধি পায়।
তিনি আরও বলেন, বন্দিদের বিনোদনের জন্য নানা ধরনের খেলাধুলার উপকরণ রয়েছে। প্রত্যেক ওয়ার্ডে টেলিভিশনও আছে। কয়েকজন বন্দি অভিযোগ করেন তারা টেলিভিশনে শুধুমাত্র বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) দেখতে পান। তারা মনে করেছে এলইডি টেলিভিশন হলে মনে হয় বেসরকারি চ্যানেল দেখা যায়। তাই তারা জেলা প্রশাসকের কাছে একটি টেলিভিশনের দাবি করেন। মূলত কারাগারে বাংলাদেশ টেলিভিশন ছাড়া অন্য কিছু প্রদর্শনের সুযোগ নেই।
ইকবাল হোসেনে মজনু/এফএ/জিকেএস