দেশজুড়ে

দিনাজপুর শিক্ষা বোর্ডেও এগিয়ে মেয়েরা

দিনাজপুর শিক্ষা বোর্ডে জিপিএ-পাসের হারসহ সব দিক থেকে এগিয়ে রয়েছে মেয়েরা।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. হারুন অর রশিদ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ‘এবার দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসিতে এক লাখ ৯৩ হাজার ৪১২ পরীক্ষা দিয়ে এক লাখ ৮৩ হাজার ৩৬২ উত্তীর্ণ হয়। এদের মধ্যে ছাত্র ৯৯ হাজার ৩৪৭ জন ও ছাত্রী ৯৪ লাখ ৬৫ জন। এবার পাসের হার ৯৪ দশমিক ৮০ শতাংশ। ছাত্রীদের পাসের হার ৯৫.৫৮ ও ছাত্র পাসের হার ৯৪.০৭ শতাংশ। সে হিসাবে ছেলেদের চেয়ে মেয়েদের পাসের হার ১.৭৮ শতাংশ বেশি।’

প্রফেসর মো. হারুন অর রশিদ মণ্ডল আরও জানান, ‘অন্যদিকে জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৫৭৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছেলে আট হাজার ৬৭২ জন ও মেয়ে আট হাজার ৯০৬ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছে। ছেলেদের চেয়ে ২৩৪ জন মেয়ে জিপিএি-৫ বেশি পেয়েছে।’

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য ও হিসাব বিজ্ঞানেও মেয়েরা ছেলেদের চেয়ে ভাল করেছে।

বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৬.৭০ শতাংশ। যার মধ্যে ছেলেরা ৯৬.২৩ শতাংশ ও মেয়েরা ৯৭.৩২ শতাংশ। ছেলেদের চেয়ে মেয়েরা ১.০৯ শতাংশ বেশি।

মানবিক বিভাগে পাসের হার ৯৩.৪২ শতাংশ। যার মধ্যে ছেলেরা ৯২.১২ শতাংশ ও মেয়েরা ৯৪.৫৬ শতাংশ। ছেলেদের চেয়ে মেয়েরা ২.৪৪ শতাংশ বেশি।

হিসাব বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৪.৮০ শতাংশ। যার মধ্যে ছেলেরা ৯৪.৫৭ শতাংশ ও মেয়েরা ৯৫.৩৬ শতাংশ। ছেলেদের চেয়ে মেয়েরা ০.৭৯ শতাংশ বেশি।

এমদাদুল হক মিলন/আরএইচ/জিকেএস