দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে প্রার্থী মৃত্যুর কারণে স্থগিত হওয়া টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. মাসুদুল হাসান তালুকদার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে ভোট গণনা শেষে দেলদুয়ারের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আতিয়ার রহমান ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে চার হাজার ৭৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকার প্রতীকের প্রার্থী মো. মাসুদুল হাসান তালুকদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও আওয়ামী লীগের বিদ্রোহী ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সাজ্জাদ হোসেন পেয়েছেন চার হাজার ২৯৭ ভোট। তিনি দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।
জানা যায়, নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য ১৫ জন ও সাধারণ সদস্য ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১০টি ভোট কেন্দ্রে ২৬ হাজার ৬৪ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৮১৬ জন ও নারী ভোটার ১৩ হাজার ২৪৭ জন।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে আটিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন হওয়ার কথা ছিল। তবে ৮ নভেম্বর সোমবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী বাবুল উজ্জামান মোল্লা (৪১)। বাবুল উজ্জামান মোল্লার মৃত্যুতে ভোট স্থগিত হয়েছিল।
আরিফ উর রহমান টগর/আরএইচ/জিকেএস