নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপে কৃষকের রান্নাঘর থেকে একটি হরিণশাবক উদ্ধার হয়েছে।
বুধবার (২৯ ডিসেম্বর) রাতে শিয়ালের আক্রমণ থেকে বাঁচতে ৪ নম্বর ওয়ার্ডের বাবুল মেকারের (৫৫) বাড়িতে লুকিয়ে পড়ে শাবকটি।
স্থানীয়রা জানান, বাতায়ন কিল্লা প্রাথমিক বিদ্যালয়ের পাশে বিশাল খালি মাঠে প্রতি রাতে ভিড় করে হরিণের দল। বনের খুব কাছে হওয়ায় লোকালয়ে খাবারের খোঁজে আসে এসব হরিণ। বুধবার রাতে হরিণের একটি দল এসে মাঠে দাঁড়ালে শিয়াল এসে তাদের ওপর আক্রমণ করে। এ সময় হরিণের দল প্রাণ বাঁচাতে পালিয়ে যায়।
দল থেকে বিচ্ছিন্ন হয়ে একটি হরিণশাবক বাবুল মেকারের রান্নাঘরে লুকিয়ে পড়ে। পরে ঘরের নারীরা দেখেন বাচ্চাটির পেছনের একটি পা ভেঙে গেছে। রাতে সেই বাচ্চাটি নিয়ে নামার বাজারে যান বাবুল মেকার। বাজারের ব্যবসায়ী মামুনের মাধ্যমে খবর পেয়ে বন বিভাগের লোকজন এসে শাবকটি নিয়ে যান। মুহূর্তের মধ্যে এ সংবাদ ছড়িয়ে পড়লে বিভিন্ন হোটেলে থাকা পর্যটক ও স্থানীয় অনেক লোকজন এসে মামুনের দোকানে ভিড় করেন। অনেকে কোলে নিয়ে ছবিও তোলেন।
কৃষক বাবুল মেকার জাগো নিউজকে বলেন, বাড়ির উঠানে পায়চারি করতে করতে শাবকটি রান্নাঘরে ডুকে যায়। এ সময় গৃহিণীরা ধরে ফেলে। পরে নিঝুমদ্বীপ বাজারে নিয়ে বনবিভাগের লোকজনকে খবর দিয়ে তাদের কাছে হস্তান্তর করা হয়।
নিঝুম দ্বীপ বন বিভাগের বিট কর্মকর্তা মো. মাসুদ রায়হান জাগো নিউজকে বলেন, উদ্ধার হওয়া শাবকটির একটি পা ভেঙে গেছে। প্রথমে শাবকটির চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। একেবারে সুস্থ হলে বনে ছেড়ে দেওয়া হবে।
ইকবাল হোসেন মজনু/এসজে/এমএস