ঝিনাইদহে শৈলকুপায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে হারান বিশ্বাস (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আরো অন্তত ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে এ ঘটনা ঘটে। হারান বিশ্বাস ওই গ্রামের বিলাত আলীর ছেলে।
ঝিনাইদহের অতিরিক্তি পুলিশ সুপার আনোয়ার সাইদ জাগো নিউজকে জানান, ভোট চাওয়াকে কেন্দ্র করে ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে আওয়ামী লীগ সমর্থিত নৌকা মার্কার প্রার্থী মাহমুদুল হাসান মামুন ও স্বতন্ত্র প্রার্থী আনারসের জুলফিকার টিপুর সমর্থকদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় দু’পক্ষ।
এ সময় অন্তত ২০ জন আহত হন। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হারানের মৃত্যু হয়। ঘটনা জানার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নৌকা প্রতীকের প্রার্থী মামুন অভিযোগ করেন, বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থী টিপুর সমর্থকরা তার অফিসে হামলা চালিয়ে কর্মী-সমর্থকদের গুরুতর জখম করে। এ সময় হারান নামে তার এক সমর্থক নিহত হয়েছেন।
এ ব্যাপারে জুলফিকার কায়সার টিপুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
আব্দুল্লাহ আল মাসুদ/এফএ/এমএস