ঢাকার দোহারের কার্তিকপুর বাজার এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নাসিম ভূঁইয়া (৪০) নামে এক কাতারপ্রবাসীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
শনিবার (১ জানুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নাসিম দোহারের কার্তিকপুরের বশির উদ্দিন ভূঁইয়ার ছেলে। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক।
নিহতের ছেলে সোহাগ ভূঁইয়া জানান, তার বাবা কাতারে থাকতেন। গত বছরে বাড়িতে আসেন। করোনার কারণে আবার কাতারে যাওয়া হয়নি। প্রায় পাঁচ বছর ধরে দোহারের কার্তিকপুর এলাকায় একটি জমি নিয়ে তার চাচাতো ভাই সোহেলের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়। এর আগেও তার বাবাকে এবং তাকে মারধর ও ছুরিকাঘাত করে তার চাচাতো ভাইয়ের পক্ষের লোকজন।
সোহাগ আরও জানান, শনিবার সন্ধ্যায় তার বাবা মাগরিবের নামাজ শেষে বাসায় ফেরার সময়ে চাচাতো ভাই সোহেল ভূঁইয়া, মারুফসহ কয়েকজন মিলে তার বাবাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তার বাবাকে উদ্ধার করে ঢামেকে আনা হয়। সেখানে আনার পর চিকিৎসক তার বাবাকে মৃত ঘোষণা করেন।’
সোহাগের অভিযোগ, মালেক ভূঁইয়ার নেতৃত্বে খোকনসহ আরও অনেকেই তার বাবার ওপর হামলার সঙ্গে জড়িত।
হাসপাতালে বাবার মৃত্যুর খবর শোনার পর সোহাগ কাঁদতে কাঁদতে বলেন, ‘আব্বার সঙ্গে আমি শেষবার নামাজও পড়তে পারলাম না।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল্লাহ খান জানান, গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। কিছুক্ষণ পরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
এএএইচ